Friday, November 12, 2010

Over n' above friendship...

 A telephonic conversation between two very close friends, born and brought up in Silchar.. now working in some metropolis, at the backdrop of a marriage planned somewhere in upper Assam.  One of them is trying to convince the other one to attend his marriage, but the infrastructure and logistical issues of region seem to have outscored their friendship....

" - কিতা রে, যাইবে তো আমার বিয়া'ত 


 - না ভাই, পারছি না...অত দূর... শিলচর তাকি বদরপুর যাইতে জান বারই যায়, গৌহাটি কিলা যাইমু ? তার পরেও বোলে আরও ৬ ঘন্টা'র রাস্তা... এর তাকি তুই দিল্লী বিয়া করলে ভালা আছিল.. ওখানো যাওয়া সোজা | 


 - দেখ ভাই, এই এক দূর এর লাগি কেউ যাইতে রাজি হর না.. আমার বাড়ির মানুষ ও সব যাইতা না... তুই বেটা আমার ছোটবেলা'র বন্ধু, তুই ও যদি না যাস তে তো আর আমি আর কেউ রে পাইতাম না  |


 - কিতা করতাম বন্ধু... রাস্তা'র যে অবস্থা, যাইতে আইতে সব energy যাইব গিয়া | অতদিন ছুটি ও পাইতাম না... শিলচর বিয়া হইলে দুপর এর flight আই গেলাম নে আর তারপরে একদিন এর CL এ লইয়া বাকি টা সামলায় দিলাম নে কিন্তূ অখন তো ২ দিন আগে আইতে লাগব...  তুই তর শশুরবাড়ি'র পাবলিক রে বুঝাইয়া কস না... রাস্তা খারাপ, যে কোনো সময় ধস লামি যায়... কোনো terrorist group এ strike ডাকি লায়, আবার হঠাত কোনদিন চাক্কা বন্ধ হই যায়... কয়দিন আগে ও পাঁচগ্রাম এর কিনার রাস্তা ধসি গেছিল  যার লাগি ৩ দিন রাস্তা বন্ধ আছিল  | এমন কিচ্ছু হইলে তো তোর রাস্তা'ত বা কোনো জঙ্গল ও চতুর্থমঙ্গল করতে লাগব... সবে জানে আমরা এমন জাগাত থাকি যেখান মানুষ এর life এর কোনো দাম নাই, অকর্মন্য এক সরকার.  এমন সময় একটু practical হইয়া ভাবতে লাগে |

 - আরে, কত বুঝাইলাম... কেউ কোনো কথা শুনতে রাজি না | তারার কথাও ঠিক, সবেই চায় মেয়ে রে নিজের বাড়ি'ত বিয়া দিতে..তারা  train এ যাওয়ার কথা কর, কিন্তূ train ও তো আমরার দিকে ভরসা করা যায় না... যে কোনো সময় cancell হই যায়, আবার কোনটায় বম মারিয়া লাইন উড়াই দেয়... ২৬ জানুয়ারী'র আগে তো এমনেউ যথেষ্ট রিস্ক আছে... কিন্তূ কিতা করতাম কও.... দুই পরিবার এ যুক্তি করিয়া ওটাউ ঠিক করলা.. অখন তো আর কিছু করা সম্ভব না |


- Flight এ যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারবে নি ? একটু নিরাপদ ভাবে যাওয়া যাইব...সময় ও বাচব...


- বহুত খরচ হই যাইব রে... তাও তো কোনো direct flight নাই... সময়ে ও মিলব কি না এইটার ও ঠিক নাই...


- তে ভাই, আমারে ছাড়ি দে... পরে নাইলে reception ও আইমু নে... জানি তুই খারাপ পাইবে, কিন্তূ আমার অবস্থাটাও বুঝার চেষ্টা কর | আর তোর কথাও ঠিক, flight এর খরচ তা একটু বেশি হই যাইব, তাও এক অকর্মন্য সরকার আর আমরার local নেতা ইতার faliure এর লাগি...


- ঠিক আছে, কিতা আর করা যাইব... তোরে ও দোষ দিয়া লাভ নাই, খালি তুই না... সবেই একই কারণ এ আইতে পারের না |  এমন এক বেতালা জাগাত আমরা'র বাড়ি..যার অবস্থা দিনে দিনে খালি খারাপ হর, উন্নতি তো ছাড়ি দে.. সরকার এ কোনো কাম করে না...  contractor ইতায় পইসা খাইয়া শেষ করি লায়, আর আমরার ভুগান্তি সইতে হয় |  ইতার লাগিই মনে হয় বাইরেই settle হই যাইতাম, নিজেরে অত হেল্পলেস লাগে মাঝে মাঝে |


- যাইতে ই লাগব একদিন, বাইরে settle হইতেই লাগব.. যেভাবে দিন দিন অবস্থা'র অবনতি হর, কয়দিন পরে আর বাড়িত আইতে পারতে না... পারলেও আইতে ইচ্ছা হইতো না... কোনো ভবিষ্যত নাই এই জায়গার |  Infrastructure , terrorism , development ... সব  ঠিক করা সম্ভব, কিন্তূ কেউ করত না, সবে নিজের পকেট ভরব, আর সাধারন মানুষে suffer করব | আমার নিজের অত খারাপ লাগের যে আমি তোর বিয়া'ত যাইতে পারতাম না... যদি একটা ভালা communication এর উপায় থাকত, আমি সবের আগে আইলাম নে |


 - জানি রে, বুঝিয়ার আমি... দেখিস, কোনো এক weekend এ দিল্লী আই যাইস... ওখানোই celebrate করমু আমরা | "




They somehow found a middle ground, but there is no denying the fact that it was nothing but a compromise !


While, they blame the Government and other relevant authorities for the miserable state of the valley, in my opinion, it is a collective failure of the community. Barak Valley might have hundreds of individual success stories to tell, but it failed miserably when it came to the community level. Not that only the political leaders are to be taken to task... we, the common men, are also equally responsible for this deterioration.  When the land needed its youth to stand for it, we preferred to play safe. We may well say that we did not have an alternative, but again, that's subject to another debate...

I guess it high time to introspect... 

3 comments:

  1. introspect we will, nd try 2 bring som change. well written............

    ReplyDelete
  2. Kudos to Mr SM Dev for such an excellent community service for last 3 decades!

    ReplyDelete
  3. This post has been very helpful to me. This is well researched by the author. You can also read this profile where you can comment your thoughts Check Clicks per Second.

    ReplyDelete

Silchar through the Lense